চাঁদপুর শহরের বিভিন্ন খাবার হোটেল ও অভিজাত রেস্টুরেন্টগুলোতে সোমবার (২৫ জুলাই) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
চিত্রলেখার মোড়ে কয়েকটি হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
এসময় ক্যাফে আনন্দ হোটেল এন্ড রেস্টুরেন্ট অপরিষ্কার ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানাসহ আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম। তিনি চিত্রলেখার মোড়ের গাজী হোটেল ও আলি বেকারীসহ আরো কয়েকটি হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজানা আলম চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুর শহরের অন্যান্য হোটেল এন্ড রেস্টুরেন্টগুলোতে পরিস্কার ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় কিনা সে লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে।’
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২৫ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ