কচুয়া

রেলে কাটা পড়ে চাঁদপুর আইনজীবী সমিতির সদস্যের মৃত্যু

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সালাহ উদ্দিন ওরফে ফটিক (৫২) ঢাকার মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।

তিনি কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মজুমদারবাড়ির বাসিন্দা। তবে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার বাড্ডায় বাস করতেন।

চাঁদপুর আইনজীবি সমিতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ সালাউদ্দিন ফটিক (৫২) রেলে কাটা পড়ে নিহত হয়েছেন।

তার ভাই জসিম উদ্দিন জানায়, তিনি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা মালিবাগের রেল ক্রসিংয়ে মুঠোফোনে কথা বলতে বলতে রেলক্রসিং পার হচ্ছিলেন। এমন সময় চলন্ত ট্রেন তাঁকে পেছন থেকে ধাক্কা দিলে রেলের নিচে কাটা পড়রে নিহত হন।’

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান।

তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা প্যানেল চেয়ারম্যান অ্যাডঃ মোঃ হেলাল উদ্দিন ও চাঁদপুর জেলা আইনজীবি সমিতি ও আওয়ামী আইনজীবি সমিতির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গজন গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Share