রেলে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, শতভাগ অনলাইনে

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে আগামী ১ এপ্রিল থেকে কাউন্টারে রেলের কোনো টিকিট বিক্রি হবে না। শুধু অনলাইনেই মিলবে টিকিট। এমন সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেল ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষ্যে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলপথ মন্ত্রী আরো বলেন, এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

টাইমস ডেস্ক/ ২২ মার্চ ২০২৩

Share