কচুয়া

রেলের সাহসী গেটম্যান কচুয়ার বিল্লালকে আজ পুরস্কৃত করা হবে।

ঢাকা-নারায়নগঞ্জ রেলপথের চাষাঢ়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলগেটে আত্মহত্যার চেষ্টাকারী যুবককে বাঁচিয়ে বীরত্বের পরিচয় পাওয়া কচুয়ার সে বিল্লাল হোসেন মজুমদার (৫৮) কে আজ রোববার (৪ ডিসেম্বর) বিশেষ সম্মাননা পুরস্কার দিচ্ছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

জানাগেছে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ২৬ মিনিটে ২৫ বছর বয়সী এক যুবক হঠাৎ ট্রেনের নিচে শুয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় রেল লাইন স্টেশনের গেটম্যান বিল্লাল হোসেন মজুমদার পতাকা উড়িয়ে কোনোভাবে ট্রেন থামাতে পারছেন না এমন সময়ও নিজের মৃত্যু নিশ্চিত যেনেও সেই যুবককে বাঁচান। সে সময় ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ হলে এটি সোস্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়।

এ নিয়ে গণমাধ্যমগুলো ফলাও করে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করে।

প্রকাশিত সংবাদ রেলপথ মন্ত্রী মুজিবুল হকের দৃষ্টিতে পড়লে তিনি বিল্লাল হোসেনকে পুরস্কৃত করার ঘোষণা দেন।

মন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিল্লাল হোসেন মজুমদারের পরিবার রবিবার বেলা ১১টায় ঢাকা সচিবালয়ে রেল ভবনে মন্ত্রীর সাথে দেখা করবেন বলে বিল্লাল হোসেনের পুত্র মুক্তার হোসেন মজুমদার চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেন।

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের তেগুরিয়া গ্রামের অধিবাসী মোঃ বিল্লাল হোসেন জানান, ‘১৯৮৪ সাল থেকে রেলওয়ে চাকরি করে আসছি। বিগত দিনে রেলওয়ের মালামাল রক্ষা করতে গিয়ে ডাকাতের হামলার শিকার হওয়াসহ বহুবার জীবনের বাজী রেখে রেলওয়ের জন্য অনেক কিছু করেছি। মাত্র ২৪শ’ টাকা বেতন থেকে বর্তমানে ৭ হাজার ৭শ টাকা বেতন পাচ্ছি। কিন্তু চাকরিটি আজো স্থায়ী হয়নি। জীবনের এ শেষ বয়সে কোন পুরস্কার নিতে চাইনি।’

‘মন্ত্রী মহোদয়ের কাছে একটাই দাবি সরকার যেন আমার চাকুরিকে স্থায়ী করার ব্যবস্থা করেন। তাহলে আমি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।’

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Share