রাজনীতি

’রেলওয়ে ওভারপাসের জন্য সময় বৃদ্ধি করা হবে না’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওভারপাসগুলোর কাজ নির্দিষ্ট সময়ে না হলে সময় আর বৃদ্ধি করা হবে না।

মন্ত্রী বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফোরলেনের কাজ শেষ হয়ে গেছে, ফিনিশিং বাকী আছে। ত্রুটি-বিচ্যুতি আছে কি-না তা দেখা হচ্ছে, একইসঙ্গে ফাইনাল লেয়ারের কাজ চলছে।

তিনি বলেন, ফোরলেন উদ্বোধন বড় কথা নয়, কাজ হওয়া বড় কথা। আগামী মাসেই এ ওভারপাসের একাংশ দিয়ে যানবাহন চলাচল চালু করা হবে। এ মহাসড়কের ওভারপাসগুলোতে যদি কোথাও কাজ নির্দিষ্ট সময়ে না হয়, তাহলে কার্যাদেশ অনুযায়ী সময় আর বৃদ্ধি করা হবে না।

তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ফোরলেনের কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পন্ন না করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন ফোরলেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-১ দিদারুল আলম তরফদার, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সড়ক ও জনপদ বিভাগ-কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনামসহ সওজ ও ফোরলেন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

 

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট ৪:৩০ পিএম, ১৩ এপ্রিল  ২০১৬, বুধবার

ডিএইচ

Share