চলমান আগস্ট মাসের প্রথম সপ্তাহে রেমিট্যান্সে বড় ধাক্কা গেলেও অন্তর্বর্তী সরকার গঠনের পর গতি বেশ খানিকটা বেড়েছে। আগস্টের প্রথম ২০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১.৫৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১.১২ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্যে বলা হয়েছে, আগস্টের প্রথম ২০ দিনেই দেশে আসা প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬%। কেন্দ্রীয় ব্যাংক বলছে,গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার।
এছাড়া গত ২০ আগস্ট এক দিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার।
গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত-সংঘর্ষ,কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। ওই সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী। যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়ে। তবে এখন ফের রেমিট্যান্স প্রবাহে সুবাতাস বইতে শুরু করেছে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur