Home / জাতীয় / অর্থনীতি / রেমিট্যান্সে ডলারের নতুন দাম কার্যকর
Dollar

রেমিট্যান্সে ডলারের নতুন দাম কার্যকর

রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ডলারের দাম বাড়ল আড়াই শতাংশ। এক্ষেত্রে ডলারের দাম ১১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১১২.৭৫ টাকা। আজ রোববার ২২ অক্টোবর থেকে নতুন এ দর কার্যকর হবে। প্রবাসী আয়ে ডলারের দাম বেড়ে হয়েছে ১১২.৭৫ টাকা

বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স,বাংলাদেশ ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠকে শুক্রবার প্রবাসী আয়ে ডলারের এ দাম পুনর্নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্ত জানিয়ে শনিবার ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।

বৈঠকের তথ্য মতে, প্রবাসী আয়ে ডলারের দাম বাড়ানো হলেও রপ্তানি আয়ের ক্ষেত্রে আগের মতোই ১১০ টাকা বহাল থাকবে। আমদানির ক্ষেত্রেও আগের মতোই ১১০ টাকা ৫০ পয়সা থাকছে ডলারের দাম।

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী আয়; এ অর্থ বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা দেশে পাঠিয়ে থাকেন। তবে টানা কয়েকমাস ধরে প্রবাসী আয়ে লেগেছে ভাটার গতি।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের শেষ মাস অর্থাৎ সেপ্টেম্বরে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার। এটি বিগত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় । এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে এত কম পরিমাণ প্রবাসী আয় এসেছিল দেশে। ওই মাসে প্রবাসী আয় আসে ১০৯ কোটি ডলার।

দেশে চলমান ডলার-সংকটের মধ্যে রেমিট্যান্স আসা কমে যাওয়ায় অর্থনৈতিক সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

এ কারণেই রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম আড়াই শতাংশ বেশি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এরইমধ্যে বেশি দাম দিয়েই রেমিট্যান্স কিনছে কিছু ব্যাংক।

২২ অক্টোবর ২০২৩
এজি