চাঁদপুরে শীতার্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রাথমিকভাবে ২০০ জন মুক্তিযোদ্ধার মাঝর এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসয় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক এমএ মাসুদ ভূঁইয়া, জেলা অাওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বিশিষ্ট ব্যবসায়ী তমাল কুমার ঘোষ, অাবু নাছের বাচ্চু পাটওয়ারী, রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিট প্রধান মোঃ বজলুল করিম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এইচএম আহসান উল্যাহ, রেডক্রিসেন্টের অাজীবন সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী প্রমূখ।
প্রতিবেদক:আশিক বিন রহিম,১৪ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur