চাঁদপুরে টিকা রেজিস্ট্রেশন সাড়ে ৭ লাখ জন

কোভিড -১৯ মহামারীর কারণে চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি হতে ২৮ অক্টোবর পর্যন্ত ২০২১ থেকে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জনগুরুত্বপূর্ণ এ কার্যক্রমটি সরকারি নির্দেশ মতো পরিচালিত হয়ে আসছে।

শুরু থেকেই চাঁদপুরে টিকা প্রাপ্তির সংখ্যা হচ্ছে ৮ লাখ ৫২ হাজার। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।

শুরু থেকেই ২৭ অক্টোবর পর্যন্ত ২ টায় পাওয়া তথ্য মতে-চাঁদপুরে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ৭ লাখ ৯২ হাজার ৫৯৩ জন নর-নারীকে এ পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ৭শ ৮২ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৮ শ’১১ জন।

টিকা গ্রহণের অন্যতম শর্ত হচ্ছে পূর্ব থেকেই তাকে রেজিস্ট্রেশন করতে হয়্ । সে মতে-৭ লাখ ৯৫ হাজার ২শ’৮০ জন নর-নারী টিকা গ্রহণে রেজিস্ট্রেশন করে। টিকাগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে চাঁদপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে।

এদিকে ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান,প্রথমে ঢাকার শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এজন্য ১২টি কেন্দ্র ঠিক করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরো বলেন,‘ প্রত্যেক জেলায় স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। সারাদেশে ২১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে,কেন্দ্র আরো বাড়ানো হবে। প্রতিদিন গড়ে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে বলে জানান ।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। টিকা দিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তালিকা করছে।এসব তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। তারা সুরক্ষা নিবন্ধন অ্যাপে সেই তালিকা আপলোড করেছে।’ সূত্র: নয়াদিগন্ত

আবদুল গনি, ২৮ অক্টোবর ২০২১

Share