চাঁদপুর জেলা সাইন্স ক্লাব কতৃক আয়োজিত ” হৃদশী ফুড প্রেসেন্টস ন্যাশনাল কুইজ ম্যানিয়া ১.০ পাওয়ার্ড বাই টুমরো লাইফ”। এটি চাঁদপুর জেলা সাইন্স ক্লাব কতৃক আয়োজিত প্রথম ইভেন্ট।
যেহেতু করোনার কারণে শিক্ষার্থীরা ঘরবন্দী হয়ে আছে। তাদের এই সময়টাকে একটু আনন্দময় করে তুলতে চাঁদপুর জিলা সাইন্স ক্লাব এর এই উদ্যোগ। করোনার কারণে ইভেন্টটি অনলাইন এ হচ্ছে। এ ইভেন্টিতে রয়েছে ১০ টি সেগমেন্ট সেগুলো হলো সাইন্টিফিক কুইজ, আইটি কুইজ, আইকিউ কুইজ, জিকে কুইজ, বঙ্গবন্ধু কুইজ, লিভারেশন ওয়ার কুইজ, হিস্টোরি কুইজ, মারভেল/ডিসি কুইজ। রয়েছে ৩ টি ক্যাটাগরি জুনিয়র (ক্লাস ৬-৮), সেকেন্ডারি ( ক্লাস ৯- এসএসসি’২১), সিনিয়র (কলেজ লেভেল)।
বিজয়ীদের জন্য রয়েছে ৩০,০০০ হাজার টাকার সমমূল্যের পুরস্কার। আরো থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, টি-শার্ট।
এই সাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার সামির জানিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে বিজ্ঞান প্রিয় হতে হবে। বিজ্ঞান আমাদের জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। চাঁদপুরসহ সারাদেশে বিজ্ঞান প্রিয় করার লক্ষ্যেই শুরু হয় চাঁদপুর জিলা সাইন্স ক্লাব এর পথচলা। সামনে আরো বড় বড় কাজ, ইভেন্ট, সেমিনার করবে বলে জানায় এর সভাপতি শাহরিয়ার সামির।
Page Link: https://www.facebook.com/chandpurzillascienceclub
Event Link: https://facebook.com/events/s/national-quiz-mania-10/344292447360344/
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur