টানা দুদিনের বৃষ্টিতে চাঁদপুরে পানিবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ। কখনো মাঝারি, আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বিশেষ করে নিচু এলাকায় পানিবদ্ধতা দেখা দেয়ায় অনেক বসতঘর পানি ঢুকে পড়েছে। গত ৪৮ ঘন্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
মঙ্গলবার ৮ জুলাই রাত থেকে ভারি বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরে নিচু এলাকায় পানিবদ্ধতা দেখা দিয়েছে।
বুধবার ৯ জুলাই সকালে ঘুরে দেখাগেছে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর আবাসিক এলাকাসহ বেশ কিছু সড়কে পানিবদ্ধতা রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো পানিবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলে সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রী পেলে ২ থেকে ৩ ঘন্টার পর ছাড়ছে ঢাকাগামী লঞ্চ।
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন জানান, অতি বৃষ্টির কারণে দোকানের সামনে হাটু পানি জমে আছে। যার কারণে কোন ক্রেতা আসছে না। বৃষ্টি চলমান থাকলে দোকানে পানি ঢুকে যাবে।
শহরের মিশন রোড এলাকার বাসিন্দা আলম খান বলেন,টানা বৃষ্টিতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং শ্রমিকরা কাজে যেতে পারছেনা। চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো.শোয়েব জানান, গত ৪৮ ঘন্টায় সকাল ৬টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯ ঘটিকা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।সূত্র : দৈনিক ইনকিলাব
৯ জুলাই ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur