শুক্রবার, ১২ জুন ২০১৫ ১২:৩০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক :
শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে এই কীর্তি গড়লেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
তৃতীয় দিনের প্রথম সেশনে সাকিবের করা ইনিংসের ৬৮তম ওভারের পঞ্চম বলে ডাউন দ্যা উইকেট এসে মারতে গিয়ে ফিরতি ক্যাচ দেন ধাওয়ান। সহজ ক্যাচ ধরতে ভুল করেননি সাকিব।
ধাওয়ানের পর রোহিতের উইকেটও নিজের ঝুলিতে জমা করেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের হাওয়ায় ভাসনো বল ড্রাইভ করতে গিয়ে অফস্ট্যাম্প হারান ৬ রান করা রোহিত।
দেশের মাটিতেও সাকিবের পর রয়েছেন মোহাম্মদ রফিক। দেশের মাটিতে ৬৬ উইকেট নিয়েছেন জাতীয় দলের প্রাক্তন এই স্পিনার। ৫১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মাশরাফি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।