রূপী আরেকবার ভোটারদের কাছে সুযোগ চায়

চাঁদপুর সদরে তরপুরন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে গরিব দুঃখি মেহনতি মানুষের সাথে ১,২,৩,নংওয়ার্ড বাসীর কাছে সুযোগ চায় মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাম্মদ রোকেয়া বেগম রূপী ।

তিনি ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের সেনেদীগীর পাড় জমাদার বাড়ির মৃত আলাঊদ্দিন খানের স্ত্রী। বিবাহিত জীবনে ১ ছেলে ২ মেয়ের জনক ।

এ ব্যাপারে সংরক্ষিত পদে মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাম্মদ লিপি বেগম এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান,আমার ইউনিয়নে ১,২,৩, নং ভোটার সংখ্যা ৩ হাজার ৪২ভোটার । আমি ৩১ মার্চ নির্বাচনে মহিলা মেম্বার পদে বিজয় লাভ করলে ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলবো। জয়ী হয়ে প্রথমে অসহায় দরিদ্রদের পাশে দাড়িয়ে যাদের থাকার স্থান নাই তাদের কে সরকারের মাধ্যমে থাকার স্থানের ব্যবস্থা করবো।

আমি কাজে এবং কথায় বিশ্বাসী। জনগনের কাছে বিশ্বাস সৃষ্টি করার মতো আমি অনেক কাজ করেছি, কাজের মূল্যায়ন জনগনের দেয়া ভোট থেকে প্রমান পাবো। আগামী ৩১ মার্চের অপেক্ষায় রইলাম।

About The Author

মো. জাবেদ হোসেন,

: আপডেট ০৯:১৪ পিএম, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share