রূপালী ব্যাংক চাঁদপুর জোনাল অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ হাবিব উল্লাহ ম্যানশনের ৩য় তলায় নতুন জোনাল অফিসের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
চাঁদপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রূপক কুমার রক্ষিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারী, ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপন ও কুমিল্লা বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমাম।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি সেক্টরে নিরলস ভাবে কাজ করেছেন। সর্ববিষয়ে আমরা উন্নতি করছি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। করোনাকালীন সময়েও কেউ না খেয়ে থাকেনি। ডাক্তার, পুলিশ, সাংবাদিক সহ অনেকেই ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করেছে। আমি বলতে চাই ব্যাংকারও ফ্রন্ট ফাইটার হিসেবে মানুষকে সেবা দিয়েছে। আতাউর রহমান অন্যতম একজন ব্যাংকার। আপনাদের ব্যাংক যেনে সেবাদানে এগিয়ে থাকে,তার ব্যবস্থা আপনারা করবেন। আপনাদের নেতৃত্ব এগিয়ে যাবে রূপালী ব্যাংকের কার্যক্রম।
রূপালী ব্যাংক বাবুরহাট শাখার ব্যবস্থাপক ইলিয়াস ভূইয়া পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, গ্রাহক মুক্তিযোদ্ধা সানাউল্লাহসহ চাঁদপুরের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃশরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur