চাঁদপুরে নতুন বাস রূপসী চাঁদপুর পরিবহনের শুভ উদ্বোধন করা হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের বাস স্ট্যান্ডে দোয়া ও ফিতা কেটে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁদপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রোডে এখন থেকে নিয়মিত চলবে এই বাস।
রুপসী চাঁদপুর পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস খানের সভাপতিত্বে ও পরিচালক অ্যাড. চৌধুরী ইয়াছিন আরাফাত ও সাবেক ছাত্রদল নেতা জাকির দেওয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, সাবেক সভাপতি ফারুক দেওয়ান, বোগদাদ পরিবহনের প্রতিনিধি আমির মাঝি, রুপসী চাঁদপুর পরিবহনের পরিচালক নয়ন গাজী, হাবিব গাজী, কবির মাঝি ও মহসিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাস স্ট্যান্ড গৌর-গোরিমা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ খোরশেদ আলম। সবশেষে ফিতা কেটে উদ্বোধন করা হয়।
সিনিয়র স্টাফ রিপোর্টার/ ৪ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur