Home / আন্তর্জাতিক / ৪০ মাইল দীর্ঘ রুশ ট্যাংকবহর যাচ্ছে কিয়েভের দিকে
রুশ

৪০ মাইল দীর্ঘ রুশ ট্যাংকবহর যাচ্ছে কিয়েভের দিকে

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের ষষ্ঠ দিনে একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজি। সেই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে ৪০ মাইল দীর্ঘ এক ট্যাংকবহর এগিয়ে যাচ্ছে।

ম্যাক্সার টেকনোলজির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভের উত্তর পশ্চিম এলাকায় প্রায় ৪০ মাইল দীর্ঘ (৬৫ কিলোমিটার) সেনাবহর দেখা গেছে। এর আগের দিন সেনাবহরটি ১৭ মাইল দীর্ঘ ছিল।

এছাড়া ইউক্রেন সীমান্তের কুড়ি মাইল উত্তরে বেলারুশে অতিরিক্ত স্থলবাহিনী মোতায়েন এবং হেলিকপ্টার ইউনিটের ছবি ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স মাক্সারের স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে বলেছে, ইউক্রেনের আন্তোনভ বিমানবন্দরের পূর্ব দিকে শত শত সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সেনাসরঞ্জাম বহনকারী যানের উপস্থিতি দেখা গেছে। এই সেনাবহরের দৈর্ঘ্য প্রায় ৩ দশমিক ২৫ মাইলেরও বেশি।

স্যাটেলাইট চিত্রে আরও দেখা গেছে, বিমান হামলায় আন্তোনভ বিমানবন্দরের একাংশ বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দরের কাছে ইউক্রেন সেনা ও রুশ সেনাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে।

তবে স্যাটেলাইট ছবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ইউক্রেনের বিভিন্ন শহরে ছয় দিন ধরে লড়াই চলছে রুশ বাহিনী ও ইউক্রেন বাহিনীর মধ্যে। এই যুদ্ধের মধ্যেই গতকাল রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনায় বসেছিল বেলারুশের এক সীমান্ত শহরে। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। শিগগিরই দ্বিতীয় দফায় উভয় দেশের প্রতিনিধিরা আবার বৈঠকে বসবেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফায় আগামী কয়েক দিনের মধ্যেই তাঁরা আবার বসবেন। বেলারুশের বার্তা সংস্থা বেলটা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।