রুমি বিউটি পার্লারের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা সংকটকালিন সময়ে চাঁদপুর পৌর এলাকার অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রুমি বিউটি পার্লার।

১১ মে মঙ্গলবার সকালে শহরের মিশন রোডে অবস্থিত রুমি বিউটি পার্লারের পরিচালক নওশিন রুমি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ খোরশেদ হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী কাউছার বেগম রেনু, পান্না বেগম, রুবি ইসলাম, সুমি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রুমি বিউটি পার্লারের পরিচালক নওশিন রুমি জানান, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমি আনন্দিত। আগামীতেও রুমি বিউটি পার্লারের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো হবে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট

Share