ফরিদগঞ্জ

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ফরিদগঞ্জ-রুপসা সড়কের কাজ শুরু

অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসে বৃহস্পতিবার (২৭ জুলাই) ‘ফরিদগঞ্জে গ্রামীণ সড়ক গুলোর বেহাল দশা : সংস্কারে ধীরগতিতে চরম ভোগান্তি’ শিরনামে নিউজ প্রকাশের পর সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।

উপজেলা পরিষদের অর্থায়নে বাজারের ওই সড়কটির পূর্ব মাথার ব্রিজ থেকে পশ্চিম মাথার ব্রিজ পর্যন্ত জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজটি তত্ত্বাবধানে রয়েছেন রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কাউসারুল আলম কামরুল।

এদিকে ফরিদগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ রুপসা বাজারের লন্ডভন্ড সড়ক সংস্কার কাজের শুরু হলে ক শুক্রবার (২৮ জুলাই) সকালে তা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার।

তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ বিদায় এই সড়কের কাজ জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল সড়কই পাকা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন পাটওয়ারী, রুপসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, রুপসা গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. নূর হোসেন, রুপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কাউসারুল আলম কামরুল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. সুলতান আহম্মেদ রিপন, বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ৮নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, রামদাসের বাগ মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

পূর্বের নিউজটি পড়তে ক্লিক করুন…

ফরিদগঞ্জে গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশা : সংস্কারে ধীরগতিতে চরম ভোগান্তি

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ ৮ : ২৫ পিএম, ২৮ জুলাই ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share