মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে উক্ত ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক হারুনুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাছান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. ফারুক খান, নজরুল ইসলাম সুমন, সাবেক সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান প্রমূখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur