রুটিন অনুযায়ী শিশুর যত্নে করণীয়

নিউজ ডেস্ক:

শিশুরা নিজের যত্ন নিজে নিতে পারে না। শিশুর যত্নে তাই মা-বাবাকে হতে হবে যত্নশীল। চলুন জেনে নিই শিশুর যত্নে কিছু করণীয়-

শিশুর গোসলে প্রতিদিন সাবান ব্যবহার না করে মাঝে মাঝে ব্যাসনের সঙ্গে কাঁচা হলুদ এবং দুধ মিশিয়ে গায়ে লাগিয়ে ধুয়ে ফেলুন।

শিশুর চুলে খুশকি ও উকুন হলে দইয়ের সঙ্গে মধু মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

সপ্তাহে একদিন শিশুর নখ কাটুন। নখ বড় হলে ভেতরে ময়লা জমে পেটের অসুখ হতে পারে।

শিশুদের কাপড় অতিরিক্ত নোংরা হয়। তাই একবার ব্যবহারের পর ধুয়ে ফেলুন।

শিশুর কাপড়ে তরকারির দাগ লাগলে সাদা টুথপেস্ট লাগিয়ে দুই ঘণ্টা পর ধুয়ে ফেলুন। উঠে যাবে।

কাপড়ে কলমের দাগ পরিষ্কার করতে নেইল পলিশ রিমুভার ব্যবহার করুন।

স্কুলড্রেস একাধিক বানিয়ে নিন। দুই-তিন দিন ব্যবহরের পর ধুয়ে ইস্ত্রি করে ফেলুন।

Share