এই তো সেদিনই বিয়ে করলেন মাহিয়া মাহি। কিন্তু বিয়ের ফুরফুরে আমেজ কাটতে না কাটতেই নতুন বিতর্ক জন্ম দিল ফেসবুকে প্রকাশিত কিছু ছবি। ঐ ছবিগুলো প্রকাশ করে শাওন নামের একজন দাবী করেছেন মাহির সঙ্গে তার বিয়ে হয়েছিল। এমন ঘটনায় আইসিটি আইনে মামলা করেছেন মাহি। গতকাল মাহির কথিত স্বামী শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ডে শাওন বেশকিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন মাহির সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম ছিল। একই স্কুল ও কলেজে পড়ার সুবাদেই তাদের ভেতরে এই গভীর সম্পর্ক গড়ে ওঠে। মাহি নায়িকা হওয়ার পরও তাদের ভেতরে সম্পর্ক ছিল। এমনকি ২০১৫ সালে তারা একে অপরকে বিয়েও করেন।
বাড্ডার একটি কাজী অফিসে সে বিয়ে সম্পন্ন হয়। পুলিশের কাছে শাওন বিয়ের প্রমাণাদিও পেশ করেছেন বলে জানা গেছে।
মাহির সঙ্গে শাওনের বিয়ের খবরটি গত বছরই অনলাইন ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল। মাহি নিজেই সেসময় শাওনের সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছিলেন। গত ২৫ মে মাহি তার বন্ধু অপুকে বিয়ে করলে তার দুদিন পরেই শাওন মাহির সঙ্গে অন্তরঙ্গ ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেয়।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ২ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur