কুমিল্লায় বিদেশী রিভলবারসহ চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপুকে গ্রেফতার করেছে র্যাব।
১৯ জুন শনিবার দুপুরে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী রিভলবারস তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল নগরীর দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় ১টি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপু কুমিল্লার কোতয়ালি থানার দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুলকরিম ভূইয়া এর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
সন্ত্রাসী কানা টিপুর নামে কুমিল্লার কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মোট ৯টি মামলা রয়েছে।
চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব -১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল, ১৯ জুন ২০২১