ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ : ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । সংশ্লিষ্ট উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ দেয়া যাবে।

সোমবার ১৫ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিটি দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল ১৮ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে— এ বিষয়ে আগেই নির্দেশনা দেয়া হয়েছে।

নীতিমালার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করার সময় যদি কোনো উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা পাওয়া না যায়,তাহলে সংশ্লিষ্ট জেলার ভেতরে পার্শ্ববর্তী বা নিকটবর্তী উপজেলা থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

এ অবস্থায় কমিশনের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

১৫ ডিসেম্বর ২০২৫
এজি