চাঁদপুরে ৮ হাজার ৯শ রিটার্ণ দাখিলকারীদের বিপরীতে আদায় ৩ কোটি ৭২ লাখ টাকা

চাঁদপুরে কুমিল্লা কর অঞ্চলের ৩টি সার্কেলে চলতি ২০২২-২৩ অর্থবছরের ৬ নভেম্বর পর্যন্ত ৩ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা কর আদায় হয়েছে। এতে রিটার্ণ দাখিল করা হয়েছে ৮ হাজার ৯শ’৩৮ জন।

তবে রিটার্ণ দাখিল করার সময় সীমা ছিল ৩০ নভেম্বর যা আরও ১ মাস বাড়িয়ে ৩০ ডিসেম্বর ২০২১ করা হয়েছে। চাঁদপুরের উপ-কর কমিশনের কার্যালয় সূত্রে ১ ডিসেম্বর দুপুরে এ তথ্যে জানা গেছে।

সার্কেল ১৮ -এর চাঁদপুর সদরের সকল সরকারি-বেসরকারি কর্মকর্তাদের বেতন ও চাঁদপুর সদরের একাংশের কর আদায়ের ২০২২-২৩ অর্থবছরের ৬ নভেম্বর পর্যন্ত আদায় ২ কোটি ৭৫ লাখ টাকা। এতে কর দাতার সংখ্যা হলো ২৯ হাজার জন ।

সার্কেল ১৯-এর কর আদায়ের ৬ নভেম্বর পর্যন্ত আদায় ৪৯ লাখ ৩০ হাজার টাকা। এতে কর দাতার সংখ্যা হলো ২ হাজার ৩ শ ৬৩ জন ।

সার্কেল-২১ এর কর আদায় ৬ নভেম্বর পর্যন্ত ৪৮ লাখ টাকা।এতে কর দাতার সংখ্যা হলো ২ হাজার ৩শ ৭৫ জন।

তথ্য মতে, চাঁদপুর কর অঞ্চল ৩ ভাগে বিভক্ত। এগুলো হলো : সার্কেল ১৮,১৯ ও ২১। সার্কেল ১৮ হলো-চাঁদপুর সদরের সকল সরকারি-বেসরকারি কর্মকর্তাদের বেতন,চাঁদপুর সদরের একাংশ।

সার্কেল-১৯ হলো-মতলব উত্তর,মতলব দক্ষিণ, হাইমচর ও চাঁদপুর সদর। সার্কেল ২১ হলো- কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা।

চাঁদপুরের সহকারী কর কমিশনারের কার্যালয় সূত্র জানায় ,‘ চাঁদপুর কর কার্যালয়ে চমৎকার ভাবে আয়কর রিটার্ণ
কার্যাবলি পরিচালনা হচ্ছে ।

আবদুল গনি, ৬ নভেম্বর ২০২২
এজি

Share