রিজভী-মারুফ কামালসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা । ২৫ জুলাই মামলাটি আমলে গ্রহণ করে পলাতক ওই আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালত।
রাজধানীর পল্লবী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ বিএনপির ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।
২০১৫ সালের জানুয়ারি মাসে পল্লবী থানা এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।
গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে।(বাংলানিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৩৬ পিএম,২৫ জুলাই ২০১৬, বৃহস্পতিবার
কেএমআইজে