রায় পড়ে বের হয়ে গেছেন জেলার ও সুপার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের রায়ের পূর্ণাঙ্গ কপি তাদের দুজনকে পড়ে শোনানোর পর কারাগার থেকে বের হয়ে গেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর, জেলার নেসার আলম ও কারা চিকিৎসক ডা. হামিদ।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে একটি গাড়িতে করে কারাগার ত্যাগ করেন তারা। এর আগে রাত পৌনে ১১টার দিকে সাকা-মুজাহিদকে রায়ের কপি পড়ে শোনান তারা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন চার ডেপুটি জেলার শিরিন আকতার, মোহাম্মদ লাভলু, মাজহারুল ইসলাম ও সর্বোত্তম দেওয়ান।

রাত ১০টা ৩৮ মিনিটে তারা রায় পড়ে শোনানোর জন্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। প্রথমে সাকা ও পরে মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়।

নিউজ ডেস্ক ।।  আপডেট: ০২:০০ এএম, ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার

ডিএইচ

Share