চাঁদপুর

রায়ের সময় চাঁদপুর আদালত থেকে আসামীর পলায়ন

মোটর সাইকেল ছিনতাই চেষ্টা মামলায় দ্রুত বিচার আইনে রায়ের সময় চাঁদপুর আদালত থেকে আসামী পলায়ন করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দ্রুত বিচার আইনে বিচার আইনে রায়ের পূর্বমুহূর্তে মোটর সাইকেল ছিনতাই মামলায় দু’অভিযুক্তের মধ্য থেকে ফারুক পালিয়ে যায়।

এসময় আদালতে আসামীপক্ষের জিম্মায় ছিলেন অ্যাড. পরান।

ঘটনার বিরণে জানা যায়, মো. ফয়সাল নামের একজন গত বছরের ১৪ সেপ্টেম্বর আসামী আরিফ ও ফারুকদের গ্রাম ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া দাসপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাত সাড়ে ১২টার দিকে যাওয়ার পথে গতিরোধ করে এবং মোটর সাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আরিফ ও ফারুককে ধরে গণপিটুনি দিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ওই মামলার রায় দ্রুত বিচার আইনে আজ মঙ্গলবার হওয়া কথা ছিলো কিন্তু রায় হওয়ার পূর্বমুহূর্তে আসামী আরিফ ও ফারুকের মধ্য থেকে ফারুক পালিয়ে যায়।

পরে এ মামলায় দু’জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

স্পেশাল করেসপন্ডেন্ট 

||আপডেট: ০২:৫২ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর

Share