কচুয়ায় নির্মাণের এক মাস না যেতেই ভেঙে যাচ্ছে রাস্তা

চাঁদপুরের কচুয়া উপজেলার এলজিইডি অফিসের আওতায় তিলকিয়া ভিটি গ্রামের সড়ক নির্মাণের কাজ এক মাস যেতে না যেতেই ভেঙে যাচ্ছে।

যার কারণে প্রতিনিয়ত ওই রাস্তায় দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে চালকদের।

স্থানীয়রা জানান, এক মাস পূর্বে পালাখাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তিলকিয়া ভিটি গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি পাকাকরণ করা হয়। কিন্তু এক মাস না যেতেই ভেঙে যাচ্ছে এই সড়ক।

ঠিকাদারের গাফলতির কারণে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এসব কাজ করা হয়েছে। যার কারনে এভাবে কয়েকটি স্থানে রাস্তা ভেঙে পানিতে তলিয়ে যাচ্ছে।

অচিরেই রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

তবে কচুয়া এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ওই রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া অংশ অচিরেই ঠিকাদার করে দিবেন বলে জানা গেছে।

কচুয়া প্রতিনিধি

Share