Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এক কি.মি. রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তি চরমে
রাস্তা সংস্কার

কচুয়ায় এক কি.মি. রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তি চরমে

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সীমান্তবর্তী এলাকার উত্তর শিবপুর-আলীয়ারা রাজবাড়ী বাজার সড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে এক যুগ ধরে বেহাল দশায় রয়েছে।

যার কারণে রাস্তা দিয়ে যাতায়াতে যাত্রী,চালক ও পথচারীরা চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।

স্থানীয় অধিবাসী ২০নং উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল বণিক, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিসান আহমেদ,আলীয়ারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা.বিশ্বনাথ বসু ও উত্তর শিবপুর বাজারের তরুণ ব্যবসায়ী রাজীব পাটওয়ারীসহ আরো অনেকে জানান,উত্তর শিবপুর-আলীয়ারা এই সড়কটি একটি জনগুরুত্বপূর্ন একমাত্র সড়ক।

বিকল্প রাস্তা না থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা,মতলব,চাঁদপুর,গৌরিপুর,দাউদকান্দি,কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু রাস্তাটি বিকল্প পথ না থাকায় বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে প্রতিনিয়ত পড়তে হয় সাধারন মানুষকে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কচুয়া সহকারী উপজেলা প্রকৌশলী মো. কামাল হোসেন জানান, রাস্তাটির সংস্কারের তালিকায় ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এ রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,২৩ মার্চ ২০২১