মতলব দক্ষিণ

‘রাস্তা বাড়াইয়া দিমু, প্রশাসন দেখে গেলে দেখে যাক’

‘দরকার হলে পশ্চিম দিকে ১০ ফিট রাস্তা বাড়াইয়া দিমু, আপনারা লেখেন, প্রশাসনের লোকজন এসে দেখে গেলে দেখে যাক’।

সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে চাইলে এমনই মন্তব্য করেন মতলব দক্ষিণ উপজেলার গোয়াল গাবা গ্রামের মৃত ছিডু মুন্সির ছেলে কবির হোসেন।

সোমবার (২৪ অক্টোবর) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নির্বাচনী তথ্য সংগ্রহে যাওয়ার পথে ওই ইউনিয়নের গোয়ালহাবা গ্রামের রাস্তার উপর সীমানা প্রচীর নির্মাণের বিষয়টি নজরে আসে সাংবাদিকদের।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ওই গ্রামের মৃত ছিডু মুন্সির ছেলে কবির হোসেন তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন বেশ কয়েক দিন যাবৎ। তবে সীমানা প্রাচীর নির্মাণের আগে তাকে (কবির হোসেন) সব কিছু দেখে-শুনে প্রাচীর নির্মাণের আহবান জানানো হলেও তিনি তা করেননি।

স্থানীয়দে ক’জন জানান, ‘এভাবে সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা অন্যায়। তারা প্রভাবশালী, তাদের যদি বিবেক থাকে তবে রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করতো না।’

এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সু-নজর কামনা করছে এলাকাবাসী।

করেসপন্ডেন্ট, মতলব দক্ষিণ : আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share