চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো.আবদুর রকিব পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন,‘রাষ্ট্র ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। উপস্থিত সাংবাদিকদের উথ্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে মাদক ও কিশোরগ্যাং নিয়ন্ত্রণ , চাঁদাবাজী বন্ধে ,শহরের যানজট নিরসন ও চাঁদপুরের পুলিশ স্টেশনগুলোর সেবার মান বাড়াতে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। চাঁদপুরের পুলিশি সেবার মান বাড়াতে ঘুষ প্রথার ব্যাপারে শক্ত অবস্থানে থাকবেন বলে জানান। ’
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো.আবদুর রকিব পিপিএম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে চাঁদপুরে প্রথম যোগাদান করে ২০ সেপ্টেম্বর বিকেল ৪ টায় তাঁর সম্মেলন কক্ষে এ কথা বলেন।
বিভিন্ন গণ্যমাধ্যমকর্মীগণ তাদের স্ব স্ব বক্তব্যের প্রারম্ভে ৫ অাগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের রুহূর মাগফেরাত কামনাসহ আহতেরদের সুস্বাস্থ্যের জন্যে দোয়া কামনা করেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে চাঁদপুরের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন শান্ত , চাঁদপুর কন্ঠের সম্পাদক ও প্রকাশক এ্যাড.ইকবাল বিন বাশার, দৈনিক দিগন্তের সম্পাদক ও প্রকাশক এ্যাড শাহানজাহান মিয়া,দৈনিক প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল পাটওয়ারী,দৈনিক সময়ের ভার-প্রাপ্ত সম্পাদ কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল,দৈনিক চাঁদপুর প্রভাতীর সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভার-প্রাপ্ত সম্পাদক রহিম বাদশা,সাপ্তাহিক চাঁদপুর সকালের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোশারফ হোসেন, সাংবাদিক বিএম হান্নান, মনিরে চৌধুরী,আলম পলাশ, লক্ষণ চন্দ্র সূত্রধর, শতকত আলী, মির্জা জাকির,মো.ইলিয়াছ, ইয়াছিন ইকরাম, ফারুক আহমেদ , সালাউদ্দিন , শরীফুল ইসলাম, বিপ্লব সরকার,ডা.মাসুদ,আবদুল গনি ও মঈনুল ইসলাম ।
আবদুল গনি
২০ সেপ্টেম্বর ২০২৪
এজি