ইসলাম

রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মাওলানা তারেক জামিল

বিশ্বখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিল পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন।মঙ্গলবার পাকিস্তান দিবসে দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভী মাওলানা তারিক জামিলকে এ সম্মাননা প্রদান করেন।

ধর্মীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় মাওলানা তারিক জামিল রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে।

গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসে মাওলানা তারিক জামিলসহ ১৮৪ জন ব্যক্তিত্বকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সিভিল অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল। ঐতিহ্য অনুসারে ২৩ মার্চ পাকিস্তান দিবসে এই সম্মাননা জানানো হয়।

মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য ব্যাপক জনপ্রিয়। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেয়া এ ধর্মপ্রচারক মেডিকেলে পড়ার সময় এক বাঙ্গালী ডাক্তারের দাওয়াতে তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত হন।

এরপর ডাক্তারি পড়াশোনা ছেড়ে ইসলামী শিক্ষায় পড়াশোনা করেন তিনি।

পাকিস্তানে তাবলিগ জামাতের অন্যতম নীতি নির্ধারক হিসেবে বিখ্যাত হওয়ার পাশাপাশি ইন্টারনেটেও তিনি ব্যাপক জনপ্রিয়। দ্য মুসলিম ৫০০-এর ২০১৩/২০১৪ এডিশনে জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন মাওলানা তারিক জামিল।

মাওলানা তারিক জামিলের দাওয়াতে ধর্মীয় পথ অনুসরণ করেন, এমন সেলিব্রিটিদের সংখ্যাও কম নয়। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইনজামাম-উল হক, শহীদ আফ্রিদিসহ ক্রীড়াঙ্গনে তার ব্যাপক ভক্ত রয়েছে।

এমনকি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা আমির খানও তারিক জামিলের দ্বারা প্রভাবিত বলে উইকিপিডিয়ায় বলা হয়েছে।

ইসলাম ডেস্ক,২৫ মার্চ ২০২১

Share