মতলব দক্ষিণ

মতলবে মুক্তিযোদ্ধা ওয়ালি উল্যাহ মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়ালি উল্ল্যাহ মাস্টার (৭০) বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….রাজেউন)।

মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। মরহুমের জানাযার নামাজ বাদ যোহর কাশিমপুর নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাযার নামাজে পূর্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, নির্বাহী কর্মকর্তা মো. শফিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা শহিদ উল্লাহ ছায়েদ, ইউপি চেয়ারম্যান জহির মোস্তফা তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান সরকার, কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষকলীগের সহসভাপতি জিলন পাটোয়ারী প্রমুখ।

মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পরে রাস্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

।। আপডটে, বাংলাদশে সময় ১০ :৪৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এইউ

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ
Share