হাজীগঞ্জ

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা আউয়াল পাটওয়ারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা বাড্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল পাটওয়ারী শুক্রবার (২১ জুলাই) সকাল ৭ টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না…. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স ছিল (৬৫)। তিনি ৪ ছেলে ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।

ওইদিন বাদ আছর বাড্ডা ঈদগাঁও মাঠে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস আই) বলাই দেবনাথ ও সাহীদ হোসাইন সঙ্গীয় ফোর্সে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব হনার প্রধান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যকারী কমিটির সাবেক সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কর্মান্ডার মজিবুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান মীর, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন এলাকার সাধারন মানুষ ।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল বাড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি একজন প্রতিভাবান চারু ও কারু (চিত্র শিল্পী) ছিলেন। তাঁকে চাঁদপুরের প্রথম চিত্র শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, হাজীগ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৪০ এএম, ২২ জুলাই ২০১৭, শনিবার
এইউ

Share