জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ সাংবাদিকদের তিনি জানান।

সিইসি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, ৭ ফেব্রুয়ারি যাচাই-বাছাই এবং ১০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যুজনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

(বিডি২৪লাইভ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬: ২৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এএস

Share