নতুন করে ১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগের জন্য একটি খসড়ায় সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালের শেষ নাগাদ ১৫ লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দু সপ্তাহ পর সর্বশেষ এ খসড়াটি এলো।
সোমবার ৩০ সেপ্টেম্বর সই করা খসড়া অনুযায়ী, চলতি শরৎ ও শীতে সামরিক বাহিনীর জন্য ১ লাখ ৩৩ হাজার তরুণকে নিয়োগ দেয়ার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
খসড়ায় বলা হয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ ৩৩ হাজার রুশ নাগরিককে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনীর জন্য ডেকে আনা হবে। সেই সঙ্গে আগের মেয়াদে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় দায়িত্ব পালনকারী সৈন্যদের অব্যাহতি দেওয়ার আদেশ দেয়া হয়েছে।
মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সী সমস্ত রাশিয়ান পুরুষদের মৌলিক সামরিক প্রশিক্ষণ অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। এটি না মানলে কেউ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রাশিয়ার আইন অনুযায়ী, মৌলিক প্রশিক্ষণ শেষ করার পর মাত্র চার মাস যুদ্ধক্ষেত্রে তাদের মোতায়েন করা যায়। তবে নতুন নিয়োগ হলে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো নাও হতে পারে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
১ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur