লক্ষ্মীপুরের রায়পুরে হযরত আলী গাজী নামে এক বাবাকে হত্যার অভিযোগে ছেলে মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে গ্রেপ্তার করা হয় মামুনকে।
মামুন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত ১১ জুন রাতে মাদক কেনার টাকা না পেয়ে ঝগড়ার একপর্যায়ে মামুন তার পিতা হযরত আলী গাজীকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই নুর হোসেন গাজী বাদি হয়ে মামুনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু মামলার বরাত দিয়ে জানান, আসামি মামুন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। মাদকের টাকার জন্য মামুন তার পিতার সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ করতেন। কয়েকদিন আগেও ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিন পেয়ে বাড়িতে এসে সে পারিবারিক ও মাদক বিক্রির টাকা নিয়ে স্ত্রী ও তার বাবার সাথে ঝগড়া করে। এক পর্যায়ে মামুন তার স্ত্রীকে মারধর শুরু করে। এ সময় তার বাবা হযরত আলী গাজী বাঁধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার রাতে মামুন তার বাবার কাছে মাদক কেনার টাকা চাইলে সে অপারগতা প্রকাশ করে। রাতে এশার নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে গেলে মামুন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আহত হযরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
র্যাবের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, মামলা দায়েরের পর আসামি মামুনকে গ্রেপ্তারে অভিযান চালায় র্যাব-১১। রোববার রাত পৌনে ৯ টার দিকে র্যাব-১১ ও র্যাব-১০ এর যৌথ অভিযানিক দল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে। সোমবার দুপুরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur