চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ফিরোজ ভূঁইয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকীতে (২৫ সেপ্টেম্বর) বিদ্যালয় ও পরিবারের পক্ষে দোয়া ও স্মরণ সভার আয়োজন করে ।
রামপুর ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ফিরোজ আহমেদ ভ’ইয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজান মাস্টরের সভাপতিত্বে ও মো.হাবিব মাস্টারের পরিচালনায় বকÍব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. শহিদুল্লাহ ভূঁইয়া,আমিনুল্লাহ মাস্টার,মো.শাহজাহান, মনু মিয়া খান, মরহুমের পরিবারের পক্ষ থেকে উপজেলা আ’লীগের নেতা মো. শাহাদাত হোসেন রতন মাস্টার, ফরিদগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের বিদে্যুাৎসাহী সদস্য মো.দেলোয়ার হোসেন মোল্লা ।
সভায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur