রামদাসদী দারুণছুন্নাহ্ হনুফা বেগম মহিলা মাদ্রাসা ২০২৬ শিক্ষাবর্ষে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের অবস্থিত মাদ্রাসার হল রুমে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সামাজিক ও মানবিক সংগঠন স্মৃতিময় যুব সংঘের প্রতিষ্ঠাতা মোঃ ইয়াছিন শেখ।
জামানুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম জিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ জসিম গাজী, স্মৃতিময় যুব সংঘের সহকারী পরিচালক আল আমিন খান ও সদস্য আলম শেখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দ্বিনি আলোচনা হয়। বক্তারা তাদের বক্তব্যে দ্বিনী শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur