রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৭১২ জন ভোটারের পেছনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

তাদের মধ্যে আগামি ৩ বছরের জন্য অভিভাবক সদস্য প্রথম জসিম উদ্দিন, ২য় মাসুদ আলম, ৩য় আবুল বাসার ও ৪র্থ মো. দুলাল হোসেন নির্বাচিত হয়েছেন।

সোমবার নির্বাচনের পরিবেশ ঠিক রেখে নিরলস ভাবে কাজ করেন রিটার্নিং দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও বড়কূল পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন গাজী।

এর মাঝেও পরাজিত প্রার্থীরা অভিযোগ করে বলেন, আজকের এ নির্বাচনেও ব্যাপক জ্বাল ভোট হয়েছে। আমাদের অনেক ভোটার শেষ সময় ভোট দিতে এসে দেখেন তার ভোট হয়ে গেছে। এতো নিরাপত্তার মধ্যেও কিভাবে কারচুপি হয়েছে তার প্রতিকার চেয়েও রিটার্নিং কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদক্ষেপ গ্রহন করেনি।

এদিকে বিজয়ী প্রার্থীরা বলেন, আমরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনা মান বৃদ্ধির লক্ষ্যে গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ শিক্ষকমণ্ডলীদের পাশে থাকবো।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৪ নভেম্বর ২০২৩

Share