Home / খেলাধুলা / রাবি ছাত্রীর প্রেম থেকে প্রণয়ে ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত

রাবি ছাত্রীর প্রেম থেকে প্রণয়ে ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত

প্রেম থেকে প্রণয়ে আবদ্ধ হলেন দেশের উদীয়মান ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত । স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। রাজশাহীতে ১১ জুলাই শনিবার ছোট্ট পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিকতা। তারা দুজনেই রাজশাহীর।

ক্রিকেটার শান্ত জানান, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে শুধু দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। কনে সাবরিন সুলতানার রত্নার সাথে দীর্ঘদিনের প্রণয়ের পর বিবাহ বন্ধনে আটকা পড়লেন শান্ত। সাবরিন সুলতানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ছাত্রী। সোশ্যাল সাইটে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এবং আমি কোনোদিন আমার জীবনে অন্য কাউকে ভাবিনি। তুমিই আমার নারী, যে আমার জীবন আরও সুন্দর করে তুলেছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি।’

নাজমুল হোসেন শান্ত শ্বশুর বাড়ি রাজশাহীতে। রাজশাহীর কোরিয়ান সুগার মিল এলাকায় তাদের বসবাস। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

স্কুল ক্রিকেট থেকে উঠে আসা শান্ত দেশের বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন ধাপে দুর্দান্ত পারফর্ম করে এখন লড়াই করছেন জাতীয় দলে থিতু হতে। ২১ বছর বয়সী ব্যাটসম্যান এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি।

করোনাভাইরাসের প্রকোপে খেলা বন্ধ হওয়ার আগে এবছর বেশ ভালো ফর্মে ছিলেন শান্ত। গত জানুয়ারিতে বিপিএলে করেছেন সেঞ্চুরি। ফেব্রুয়ারিতে বিসিএলের ম্যাচে খেলেছেন ২৫৩ রানের অপরাজিত ইনিংস। পরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে করেছেন ৭১ রান।

ঢাকা ব্যুরো চীফ, ১৪ জুলাই ২০২০