হাজীগঞ্জ

রান্ধুনীমূড়া উবিতে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া

চাঁদপুর হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক মফিজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য বিল্লাল হোসেন মেম্বার, সফিউল্ল্যাহ কারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান, প্রাক্তন শিক্ষক শাহানারা আক্তার, প্রভাষক শাকের হোসেন, যুবলীগ নেতা ফজলুর রহমান প্রমুখ।

পরে বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন সম্পন্ন হয়।

জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ৮:০৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ

Share