হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে দোয়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান, নাতে রাসুল পরিবেশন করেন বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থী বৃষ্টি ও গীতা পাঠ করেন বিদ্যালয়ের ব্রাক গন্থাকার ও শিক্ষক সীমা দেবনাথ।।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শাজাহান সরকার, রান্ধুনীমূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন, ফজলুল ইসলাম, বোরহান উদ্দিন, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য গাজী মহিনউদ্দিন প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৬ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur