মানবতার সেবায় এগিয়ে এসেছেন বেসরকারি সংস্থা ব্র্যাক ঢাকার সভারের রানা প্লাজা দুর্ঘটনায় আঘাত প্রাপ্ত চাঁদপুরের হাইমচরের পূর্বচরকৃঞ্চপুর গ্রামে রাবেয়াকে ১ লাখ ৫০হাজার টাকার নগদ (চেকের)মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করেন।
২৩ আগস্ট সোমবার হাইমচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী ব্র্যাকের ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান রানা প্লাজ দুর্ঘটনার আহত রাবেয়া বেগমের হাতে চেক তুলে দেন।
রাবেয়া বেগম হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্বচরকৃঞ্চপুর গ্রামের মোঃ মামুনুর রশীদের স্ত্রী। হাইমচর উপজেলার ব্র্যাক হাইমচর শাখা অফিস থেকে ২০১১ সালের ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজ আহত রাবেয়া বেগমের চিকিৎসার যাবতীয় খরচ বেসরকারি সংস্থা ব্র্যাক সহয়তা করে যাচ্ছেন।
এছাড়া ব্র্যাক রাবেয়া বেগমকে ৪ বার কৃত্রিম পা, ইতিপূর্বে তাকে আরো ৯০ হাজার টাকা অনুদান দিয়েছেন। ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নের রাবেয়ার স্বামীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান ব্র্যাক চাঁদপুর জেলা সমন্বয়কারী, ব্র্যাক এরিয়া ম্যানাজার হাইমচর দুলাল চন্দ্র শীল, উপজেলা শাখা ব্যবস্থাপক হাইমচর মোঃ আল আমিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক হাইমচর মোঃ সাহাব উদ্দিনসহ ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রতিবেদক: মো: ইসমাইল, ২৩ আগস্ট ২০২১