রাত পোহালেই দেশে পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ইদুল ফিতর। আজ সৌদি আরবসহ মধ্য প্রাচ্যারের দেশগুলোতে ঈদ পালিত হচ্ছে।
গতকাল শনিবার ২৪ মে দেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামি সোমবার ২৫ মে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে।
শনিবার ২৩ মে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখতে না পাওয়ার সংবাদ নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ও ধর্ম সচিব মো. নূরুল ইসলাম জানান, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা পালিত হবে বাংলাদেশে। করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সোমবার ঈদের দিন শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ঈদ জামাতে না আসার অনুরোধ করেন তিনি।
ঈদগাহে বা উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায় না করার আহ্বান জানিয়ে প্রয়োজনে মসজিদেই সামাজিক দূরুত্ব বজায় রেখে একাধিক জামাত আয়োজনের কথাও জানান ধর্ম সচিব।
তিনি আরও জানান, সোমবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
ঢাকা ব্যুরো চীফ , ২৪ মে ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur