তুরাগ নদীর বসিলায় শনিবার থেকে ড্রেজিং কাজ শুরুর কারণে সদরঘাট-গাবতলী রুটে রাতের ১২ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সদরঘাট-গাবতলী নৌপথে চলাচলকারী সকল নৌযান অপারেটরদের (মালিক/মাস্টার/ড্রাইভার) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তুরাগ নদীর বসিলাস্থ আমিন-মমিন হাউজিং এলাকায় বিআইডব্লিউটিএ শনিবার থেকে ড্রেজিং কাজ শুরু হবে।
এজন্য শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে ভোর ৬টা পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধ থাকবে।(যুগান্তর)
বার্তা কক্ষ
৩০ মার্চ,২০১৯