কাছাকাছি গিয়েও জেতা হচ্ছে না মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানসের। মনে হয় ভাগ্যই তাদের সহায় হচ্ছে না। কিন্তু স্বাভাবিকভাবে টুর্নামেন্ট শুরুর আগে ছিল হট ফেবারিট। অথচ মূল মঞ্চে এসে খেই হারিয়ে ফেলেছে মুম্বাই। একের পর এক ম্যাচ হেরে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তারকাসমৃদ্ধ দল নিয়েও একের পর এক ম্যাচ হেরে চলেছে দলটি। তবে স্বমহিমায় উজ্জ্বল মোস্তাফিজ। দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। প্রতি ম্যাচেই কাটার-স্লোয়ারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছেন। এবারের আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে সাত উইকেট শিকার করেছেন। এমন পারফর্মই ম্যাচটিতে দ্য ফিজের খেলার সম্ভাবনা জোরালো করেছে।
আজ শনিবার একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লড়বে মোস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
দুরন্ত গতিতে ছুটছে চেন্নাই ‘এক্সপ্রেস’। ৬ ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে দলটি। সমান সংখ্যক ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। যাতে তারা রয়েছে পয়েন্ট টেবিলে সবার নিচে।
ক্রিকেট
আইপিএল ২০১৮
মুম্বাই-চেন্নাই
সরাসরি, রাত ৮.৩০ মিনিট
চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur