রাতে চলাচলে সতর্কতার জন্য ৯টি নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজ।
নির্দেশনায় রাতে সিএনজি অটোরিকশার পরিবর্তে বাসে চলাচলের পাশাপাশি দামি মোবাইল, বেশি পরিমাণ টাকা, স্বর্ণালংকার সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় থানার মোবাইল নম্বর নিজের মোবাইলে সংরক্ষণের কথাও বলা হয়েছে।
চাঁদপুর টাইমস পাঠকদের জন্য রাতে চলাচলে সতর্কতার ৯টি নির্দেশনা তুলে ধরা হলো-
১। রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথে থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ।
২। বাসষ্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাটে গভীর রাতে এসে পৌঁছালে বাসায় ফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন। গভীর রাতে ট্যাক্সি সিএনজি অটোরিক্সার পরিবর্তে বাস অধিকতর নিরাপদ। খুব বেশি তাড়া না থাকলে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
৩। রাতে অপরিচিত কোন জাগয়া খুঁজে বের করার ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকুন। স্থানীয় বাসিন্দারা আপনার আচরণে যেন আপনাকে সন্দেহ না করে।
৪। রাতে চলাচলের সময় দামী মোবাইল, বেশি পরিমান টাকা পয়সা, স্বর্ণালংকার কিংবা অন্য মূল্যবান সামগ্রী প্রয়োজন না হলে বহন করা থেকে বিরত থাকুন।
৫। নির্জন স্থানের পরিবর্তে ব্যস্ত সড়ক বা স্থান ব্যবহার করার চেষ্টা করুন।
৬। রাতে বাইরে যাওয়ার প্রয়োজন দেখা দিলে একা না গিয়ে কাউকে সাথে রাখার চেষ্টা করুন।
৭। রাতে চলাচলের সময় বাইরে বিক্রিত খাবার যতটা সম্ভব পরিহার করুন।
৮। চলার পথে কেউ সাহায্য চাইলে নিশ্চিত হতে চেষ্টা করুন সাহায্যপ্রার্থী কোনো প্রতারক দলের সদস্য কি না। প্রয়োজনে পুলিশের সাহায্য নিন।
৯। থানার মোবাইল নম্বর সর্বদা নিজের মোবাইল ফোনে এবং মানিব্যাগে সংরক্ষণ করুন যেন প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:০০ পিএম, ৮ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur