খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে নৈশভোজের নিমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
হোয়াইট হাউসে বিশিষ্টজনদের জন্য প্রতিবছরের এপ্রিল মাসেই আয়োজন করা হয় নৈশভোজের। আর অতিথিদের তালিকায় এবার প্রিয়াঙ্কার নাম যে আছে, সেটা জানা গেছে ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে।
৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা তাঁর অভিনয় জীবনের সবচেয়ে ব্যস্ততম সময় পার করছেন এখন। এ মুহূর্তে মার্কিন টেলিভিশনের ধারাবাহিক ‘কোয়ান্টিকো’র শুটিংয়ের জন্য কানাডার মন্ট্রিলে রয়েছেন তিনি।
তাই মার্কিন প্রেসিডেন্টের এই নিমন্ত্রণ তিনি রক্ষা করতে পারবেন কি না, সে ব্যাপারে জানাননি কিছুই। নৈশভোজে প্রিয়াঙ্কা যাবেন কি না, সেটার নিশ্চিত খবর পাওয়া যাবে আগামী সপ্তাহে, এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ওবামা দম্পতি আয়োজিত এ নৈশভোজের অনুষ্ঠানে আরো নিমন্ত্রণ পেয়েছেন ব্রাডলি কুপার, লুসি লিউ, জেন ফন্ডা ও গ্লাডিস নাইটের মতো নামীদামি তারকাও।
বর্তমানে ‘কোয়ান্টিকো’তে অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া খুব শিগগির ‘বেওয়াচ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউড জগতে অভিষেক হতে যাচ্ছে তাঁর। বলিউডে সর্বশেষ প্রকাশ ঝার ‘জয় গঙ্গাজল’ ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা।
নিউজ ডেস্ক : আপডেট ৬:০০ এএম, ৬ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur