রাতে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য উপহার নিয়ে গ্রামে গ্রামে ছুটে গেলেন চাঁদপুরের হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন রনি।
শুক্রবার রাতে ছুটে যান উপজেলার ৯ নং গন্ধব্যপুর ইউনিয়নের মোহাম্মাদপুর, আহাম্মদপুর, জগন্নাথপুর ও হরিপুর গ্রামে।
জানা গেছে, চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান এর উদ্যোগে প্রত্যেক উপজেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে খাদ্য দ্রব্য উপহার হিসেবে পৌঁছে দেয়া হচ্ছে। শুক্রবার রাতে হাজীগঞ্জ উপজেলা চার গ্রামে ৩০ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, সরকারিভাবে নিয়মিত বরাদ্দ দেয়া হচ্ছে। তারপরও সমাজের মধ্যবিত্ত অসহায় দরিদ্র প্রতিবন্ধী নির্ণয় করে আমাদের সাধ্যমত উপহার দিয়ে আসছি।
ওই সময় উপস্থিত ছিলেন তদন্ত অফিসার আবদুর রশিদসহ পুলিশ সদস্যবৃন্দ।
প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু,১৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur